কুষ্টিয়ায় ৩৩০ পিচ ফেন্সিডিল ও ৪ কেজী গাঁজাসহ একজন আটক । 140 0
কুষ্টিয়ায় ৩৩০ পিচ ফেন্সিডিল ও ৪ কেজী গাঁজাসহ একজন আটক ।
কুষ্টিয়া প্রতিনিধি
আজ( ১৩ মে) বুধবার সকাল ৯ টা ৩৫ মিনিটের সময় মালিহাদ ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ ঝুঁটিয়াডাঙ্গা চেকপোষ্ট অতিক্রমকালে টাটা কোম্পানীর একটি পিকআপকে থামায়। পরে তল্লাসীকালে ৩৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজী গাঁজা উদ্ধার করে।
পিক আপটি রাজবাড়ী থেকে শরিষা নিয়ে দর্শনায় আনলোড করে সেখান থেকে ফেন্সিডিল ও গাঁজা কিনে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। তবে পিকাপটি দর্শনা হয়ে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়ক ব্যবহার না করে দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা হয়ে মিরপুরের মালিহাদ হয়ে আসার পথে আটক হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপের ড্রাইভার,মাদক ব্যবসায়ী ও পিকআপের মালিক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।